উঁচু দাঁতের চিকিৎসা?

উঁচু দাঁত নিচু করা নিয়ে অনেকেই খুবই চিন্তিত থাকে। অনেকের দাঁত উঁচু থাকে সে কারণে আত্মবিশ্বাসে ভোগে থাকে হাসি দিতে। তবে বর্তমান সময়ে আধুনিক চিকিৎসা ব্যবহার করে উঁচু দাঁত খুব সহজে নিচু করা সম্ভব।


চলুন জেনে নিই কি কি পদ্ধতিতে উঁচু দাঁত নিচু করা হয়।

সাধারণত উঁচু দাঁত নিচু করার জন্য দুইটি পদ্ধতি অনেক কার্যকর।

১. ব্রেসেস পদ্ধতি

২. লিনো ব্রেস

ব্রেসেস পদ্ধতি

ব্রসেস পদ্ধতিতে উঁচু দাঁত নিচু করার জন্য সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগে। খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। এই চিকিৎসা সাধারণত সময়ের উপর নির্ভরশীল যদি কম সময় লাগে সেক্ষেত্রে খরচও কম হতে পারে। তবে কতটুকু সময় লাগবে সেটা দাঁত দেখে বলা সম্ভব।

লিনো ব্রেস

লিনো ব্রেস হলো সিলিকনের তৈরি এক ধরনের ব্রেসেস। যা আঁকাবাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁতের সমস্যার সমাধানে অনেক কার্যকর। এটা রাতের বেলা দাঁতে লাগিয়ে ঘুমাতে হয়। এরকম তিন থেকে ছয় মাস ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। যেহেতু এটার খরচ অনেক কম তাই যে কেউ চাইলেই এই পদ্ধতি ব্যবহার করতে পারে তাদের দাঁত সোজা করতে। বর্তমান সময়ে এই প্রোডাক্টটি পাবেন মাত্র ৮৯০ টাকা।

USA সার্টিফাইড অরজিনাল প্রোডাক্ট কিনতে এখানে

ক্লিক করুন

অনেকেই অনলাইনে কম দামি প্রোডাক্ট বিক্রি করে যেগুলো আসলে কোন কাজে আসে না তাই একটু বেশি টাকা গেলেও ভালো প্রোডাক্ট কিনুন এবং নিয়মিত ব্যবহার করুন।

Post a Comment

Previous Post Next Post