দাঁতের ফিলিং করার কত বছর ফিলিং স্থায়ী হয়?
দাঁতের ফিলিং করার কত বছর ফিলিং স্থায়ী হয় এ ব্যাপারে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। দাঁতের ফিলিং বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন জিংক অক্সাইড কপার সিলভার অ্যামালগাম কপার অ্যামালগাম ও কম্পোজিট ফিলিং এছাড়াও আরো অনেক ধরনের ফিলিং রয়েছে।
জিংক অক্সাইড ফিলিং?
জিংক অক্সাইড ফিলিং সাধারণত নরমাল ফিলিং হিসেবে দাঁতে ব্যাবহার করা হয়। এই ফিলিং সাধারণত দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় ব্যাবহার করা হয়। এছাড়াও বাচ্চাদের দাঁতে এই ফিলিং ব্যাবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে এই ফিলিং বড়দের দাঁতে ব্যবহার করা হয় এই ফিলিং এর কোন গ্যারান্টি থাকে না যে কোন সময় ফিলিং খুলে যেতে পারে আবার কোন কোন ক্ষেত্রে ৬ -১ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
সিলভার অ্যামালগাম কপার অ্যামালগাম?
কপার অ্যামালগাম ও সিলভার অ্যামালগাম খুব ভালো মানের ফিলিং ম্যাটেরিয়াল এই ফিলিং সাধারণত ৫-১০ বছর পর্যন্ত স্থায়ী হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সময় এই ফিলিং স্থায়ী হতে পারে।
কম্পোজিট ফিলিং?
কম্পোজিট ফিলিং বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক ফিলিং এই ফিলিং স্থায়ী কাল ১৫ -২০ বছর পর্যন্ত হয়ে থাকে। কম্পোজিট ফিলিং বা কসমেটিক ফিলিং এর খরচ বিস্তারিত।
তথ্যসূত্র এম,আই ডেন্টাল কেয়ার
চোম্বার: এম,এই ডেন্টাল কেয়ার
ঠিকানা: সোনাতলা মোড়, বাগেরহাট
ফেসবুক: Mi Dental Care
সিরিয়াল: 01650198767
Post a Comment