দাঁতে জমে থাকা পাথর হওয়ার কারণ ও দূর করার উপায়?
দাঁত ও মাড়ির যত্ন নেওয়া সম্পর্কে সকলের সচেতনতা বাড়ানো দরকার। আমাদের দেশে অধিকাংশ মানুষ দাঁতের সমস্যায় ভোগে। তার মধ্যে বেশি দেখা যায় দাঁতে পাথর। দাঁতে পাথর থাকা মোটেও শরীরের জন্য উপকারী না। দাঁতে পাথর জমে থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। তাই আমাদের জমে থাকা পাথর দূর করার উপায় জানাটা অতি জরুরী।আগে জানতে হবে দাঁতে পাথর হওয়ার কারণ।
১.ব্রাশ ঠিকমত না করলে আমাদের দাঁতে খাদ্যকণা জমতে থাকে যা পরবর্তীতে ক্যালকুলাস অর্থাৎ পাথরে পরিণত হয়।
২.ডেন্টাল ক্যারিজ বা দাঁতে গর্ত ও নষ্ট দাঁত মুখে থাকলে সেখান থেকে খাদ্য কণা জমেও দাঁতে পাথর হতে পারে।
৩.জেনেটিক বা বংশগত কারণে দাঁতে পাথর হতে পারে।
৪.অনেকের ডায়বেটিকের কারণে দাঁতে পাথর হয়। অনেক ডায়াবেটিস রোগীর দাঁতের মাড়ি আলগা হয়ে যায় যার কারণে খাবার মাড়ির নিচে গিয়ে পাথর হয়ে যায়। এর ফলে দাঁত নড়েও যেতে পারে।
জমে থাকা পাথর দূর করার উপায়?
১.সেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
২.দাঁতের পাথর ও দাঁত সুস্থ রাখতে অবশ্যই বছরে দুইবার স্কেলিং করতে হয়।
৩.দাঁতের পাথর ও দাঁত সুস্থ রাখতে অবশ্যই বছরে দুইবার স্কেলিং করতে হয়।
৪.যাদের দাঁতের সমস্যা আছে পাশাপাশি ডায়াবেটিস আছে তাদের অবশ্যই ডায়বেটিকস লেভেলের ভারসাম্য রাখতে হবে।
চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে কল করুন Whatsapp 01650198767
তথ্যসূত্র : এম,আই ডেন্টাল কেয়ার
ফেসবুক: Mi Dental Care
Post a Comment