কম খরচে ফাঁকা দাঁতের চিকিৎসা?

অনেকেই আমাদের কাছে ফাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন সেই সুবাদে আজকে আমি আপনাদেরকে জানাবো ফাঁকা দাঁতের চিকিৎসা এবং আরো জানাবো কম খরচে ফাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে তো চলুন জেনে নেয়া যাক ফাঁকা দাঁতের চিকিৎসা খরচ সম্পর্কে।

ফাঁকা দাঁতের চিকিৎসা পদ্ধতি?

দাঁতের চিকিৎসকরা ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য দুইটি পদ্ধতি বেশি ব্যবহার করে আসছে চিকিৎসকরা মধ্যে একটি চিকিৎসা পদ্ধতির খরচ অনেক বেশী হয়ে থাকে এবং অন্য একটি চিকিৎসা পদ্ধতির খরচ খুবই কম হয়ে থাকে তো আমি আপনাদের দুইটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

১. অর্থদনটিক ব্রেসেস ( Orthodontic Braces )

২.কম্পোজিট ভেনিয়ার( Composite veneers )

১. অর্থদনটিক ব্রেসেস ( Orthodontic Braces )

অর্থদনটিক ব্রেসেস চিকিৎসার মাধ্যমে শুধু ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয় তাই না আঁকা-বাঁকা দাঁতের ও চিকিৎসা করা হয় এই চিকিৎসা পদ্ধতির খরচ অন্যান্য যে কোন চিকিৎসা পদ্ধতির চেয়ে অনেক বেশী হয়ে থাকে এই পদ্ধতিতে ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য খরচ হয়ে থাকে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এই চিকিৎসার সময় এর উপর এই চিকিৎসার ব্যয় নির্ভর করে।

২. কম্পোজিট ভেনিয়ার( Composite veneers )

কম খরচে ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি হচ্ছে কম্পোজিট ভেনিয়ার পদ্ধতি এই পদ্ধতিতে ফাঁকা দাঁতের চিকিৎসা করা যায় খুবই অল্প সময়ে খুবই কম খরচে একটি দাঁতের জন্য খরচ হয় ৩০০০ টাকা সামনের দুইটি দাঁতের জন্য মোট খরচ ৬০০০ টাকা।

এম,আই ডেন্টাল কেয়ারে চলছে ২০% ডিসকাউন্টে ফাঁকা দাঁতের চিকিৎসা।


ফাঁকা দাঁতের চিকিৎসায় কম্পোজিট ভেনিয়ার কেন সবার বেশি পছন্দ?

ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে লাইট কিউর কম্পোজিট ভেনিয়ার পদ্ধতি । ফাঁকা দাঁতের এই চিকিৎসা পদ্ধতি মানুষের সবচেয়ে বেশি পছন্দ হওয়ার প্রধান কারণ হচ্ছে এই চিকিৎসা পদ্ধতিতে ফাঁকা দাঁতের চিকিৎসা করতে খুবই কম টাকা খরচ হয় এবং খুবই কম সময়ে এই চিকিৎসা সম্পন্ন করা সম্ভব মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটে এই চিকিৎসা পুরোপুরি কমপ্লিট করা সম্ভব। এই পদ্ধতিতে চিকিৎসা করতে কোন প্রকার দাঁত কাটার প্রয়োজন হয় না। দাঁতের উপর কিছু আধুনিক ও উন্নত মানের ম্যাটেরিয়াল এর মাধ্যমে দাঁতের ফাঁকা কে সম্পূর্ণরূপে ফিলাপ করা হয়।

ফাঁকা দাঁতের চিকিৎসার সর্তকতা?

ফাঁকা দাঁতের চিকিৎসা করার পূর্বে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি যার কাছ থেকেই চিকিৎসা করাবেন সে এই ধরনের চিকিৎসা করে কিনা অথবা আগে করেছে কিনা সেই সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে। ফাঁকা দাঁতের চিকিৎসা করার পর আরো অন্যান্য অনেক কাজ থাকে এই দাঁতকে সুন্দর দেখানোর জন্য দাঁত সুন্দরভাবে তৈরি করার জন্য সেই সকল বিষয়গুলো যদি ভালো ভাবে না করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে দাঁত কিছুদিন পরে হলুদ হয়ে যেতে পারে তাই অবশ্যই যারা এই ধরনের চিকিৎসা অভিজ্ঞ তাদের কাছ থেকেই আপনার চিকিৎসা করিয়ে নেওয়া উচিত।

এম,আই ডেন্টাল কেয়ারে চলছে ২০% ডিসকাউন্টে ফাঁকা দাঁতের চিকিৎসা।

ফাঁকা দাঁতের চিকিৎসা বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য কল করুন Whatsapp +8801650198767

ফেসবুক পেজে মেসেজ করুন: Mi Dental Care

তথ্যসূত্র: এম,আই ডেন্টাল কেয়ার

Post a Comment

Previous Post Next Post