থাইরয়েডের হোমিওপ্যাথি চিকিৎসা?

Hypothyroidism : Thyroid gland যখন প্রয়োজনের তুলনায় কম হরমোন উৎপাদন করে তখন তাকে হাইপো থাইরয়েডিজম বলে।

এটি একটি Autoimmune disease যা থাইরয়েড গ্ল্যান্ড কে ধ্বংস করে দেয়। 

hypothyroidism এর ফলে বয়ষ্কদের myxedema এবং শিশুদের cretinism হয়।

কারণ : Thyroid gland এর নিঃসরণ কমে যাওয়া, শরীরে আয়োডিন এর ঘাটতি, থাইরয়েডাইটিস এ রোগের প্রধান  কারণ।  

Myxedema এর লক্ষণ : 

চোখের নিচ, মুখ ফুলে যায়।

Atherosclerosis 

Anaemia 

Menorrhagia and polymenorrhoea

Cardiovascular function কমে যায় 

ঘুন বেশী হয়।

দেহের ওজন বেড়ে যায়। 

মানসিক বিষন্নতা দেখা দেয়। ইত্যাদি।

এবারে আসি রোগীর খাদ্য তালিকা প্রসঙ্গে। রোগীকে অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। 

আয়োডিন যুক্ত খাদ্য-

থাইরয়েড রোগীদের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণ আয়োডিন যুক্ত খাদ্য থাকা  উচিত, কারণ আয়োডিন রক্তে থাইরয়েড এর কাজকে প্রভাবিত করে।

সামুদ্রিক খাবার আয়োডিন এর খুব ভালো উৎস। যেমন সমুদ্রের মাছ, শৈবাল এবং লবণ।

কপার যুক্ত খাদ্য- 

 কপার এবং আয়রন যুক্ত খাবার থাইরয়েড রোগীদের জন্য যথেষ্ট উপকারী। কারণ এতে থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি পায়৷ বিভিন্ন রকম বাদাম, সূর্যমুখীর বীজ ইত্যাদি খাওয়া উচিত । এতে রয়েছে প্রচুর পরিমাণে কপার।

আয়রন-

আয়রন এর জন্য সবুজ শাক সবজির বিকল্প আর কিছু হতে পারে না, বিশেষ করে পালং শাক। কারণ পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এছাড়াও লাল শাক, কচু শাক, বিট রুট ইত্যাদি আয়রনের খুব ভালো উৎস।

পনির, কাঁচা ঝাল, টমেটো ইত্যাদি থাইরয়েড রোগীর জন্য উপকারী।

ডায়েট চার্টে ভিটামিন ও মিনারেল যুক্ত খাবারের গুরুত্ব দিতে হবে।

নারকেল তেলের ব্যবহার এর মাধ্যমে থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা বাড়ানো যায়। নারকেল তেল কে খাবারের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।

সর্বোপরি রোগীকে  অবশ্যই পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার খেতে হবে। নিয়ে নিম্নে ছবির মাধ্যমে খাদ্য তালিকা সংযুক্ত করা হয়েছে।

যে খাবার খাওয়া যাবে না?

থাইরয়েড রোগীদের ফাস্ট ফুড থেকে দূরে থাকা উচিত। কেননা ফাস্ট ফুড থাইরয়েড গ্রন্থিকে প্রভাবিত করে।

ব্রকোলি এবং বাঁধাকপির মতো খাবার থেকে দূরে থাকা উচিত।

কোনও ভাবেই চিনি খাবেন না। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে T3 ও T4— এই দুটি হরমোন উৎপন্ন হয়ে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Post a Comment

Previous Post Next Post