আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা ও খরচ?

ছোটবেলাতে অনেক বাচ্চারা দাঁত সময়মতো নড়ে যাবার পরও দাঁত দাঁত ফেলতে দেয় না। এবং অনেক বাবা-মা আছে যারা ছেলে মেয়ের দাঁতের ব্যাপারে তেমন একটা খেয়াল করেনা সে ক্ষেত্রে দেখা যায় দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠে। ছোটবেলাতে আমরা সাধারণত আঁকাবাঁকা দাঁত নিয়ে তেমন একটা চিন্তা করি না কিন্তু বড় হওয়ার পর আঁকাবাঁকা দাঁত নিয়ে আমাদের দুশ্চিন্তা দিনকে দিন বাড়তে থাকে।


আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কিভাবে করা হয়?

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা অর্থদনটিক ব্রেসেস এর মাধ্যমে কিছু পদ্ধতি অবলম্বন করে এই চিকিৎসা করা হয়। এই চিকিৎসা ডাক্তারের কাছে রোগীর ১৫ দিন পর পর অথবা ১ মাস পর পর যাওয়ার প্রয়োজন হয়।

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা খরচ?

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা খরচ ৩০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার খরচ সাধারণত বাড়তেও পারে আবার কমতেও পারে সম্পূর্ণ চিকিৎসা খরচ চিকিৎসার সময়কালের উপর নির্ভর করে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা।

কত বছর বয়সে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা শুরু করা উচিত?

যেকোনো বয়সেই আঁকা-বাঁকা দাঁতের চিকিৎসা করা যায় যদি দাঁতের মাডির গঠন ও দাঁতের অবস্থা ঠিক থাকে সে ক্ষেত্রে যেকোনো বয়সেই আঁকা-বাঁকা দাঁতের চিকিৎসা করা যায় তবে বাচ্চাদের ক্ষেত্রে ১০ থেকে ১৩ বছরের ভিতর এই চিকিৎসা শুরু করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়।

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার অসুবিধা?

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার তেমন কোনো অসুবিধা নেই তবে বড় বড় সুবিধা হচ্ছে এই চিকিৎসা অনেক সময় সাপেক্ষ একটি চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার খরচ অনেক বেশি এই দুইটাই হচ্ছে এই চিকিৎসা সবচেয়ে বড় অসুবিধা।এছাড়াও আরো কিছু ছোটখাটো অসুবিধা রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে একদিন আলোচনা করব।

মাত্র ৩২০০ টাকায় আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা বিস্তারিত জানতে ক্লিক করুন 

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে কল করুন Whatsapp +8801568-076933

তথ্যসূত্র : লিনো ব্রেসে
ফেসবুক: Leno Braces 

Post a Comment

Previous Post Next Post