যেসব মানুষের দাঁতের ব্যথা হয় তারাই কেবল বুঝতে পারে দাঁতের যন্ত্রণা কতটা মারাত্মক। আজকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করবো যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। বিভিন্ন কারণে দাঁতের ব্যথা হয়ে থাকে আজকে আমরা কথা বলবো পালপাইটিস ( Pulpitis ) নিয়ে।



একটু খেয়াল করলেই দেখতে পাবেন অনেকের দাঁতে ক্যারিজ বা ছোট ছোট গর্ত থাকে সেই গর্ত গুলো থেকে একটা পর্যায়ে বড় ধরনের গর্ত তৈরি হয়। এবং সেই গর্তটা যদি আস্তে আস্তে দাঁতের পালপ পর্যন্ত চলে যায় মানে দাঁতের মধ্যে মজ্জা পর্যন্ত চলে যায় তখন তাতে অত্যন্ত ব্যথা তৈরি হয়। এবং সেটাকে পালপাইটিস বলা হয়



পালপাইটিস বা দাঁতে ব্যথা হলে করনীয়?

দাঁতে যখন পালপাইটিস হয় তখন দাঁতে প্রচুর যন্ত্রণা তৈরি হয়। এবং সাধারণত ব্যথার ওষুধ খাওয়ার পরেও এই যন্ত্রণার যেতে চায়না ব্যথার ওষুধ খাওয়ার পর কিছু সময় ব্যথা বন্ধ থাকলেও আবার কিছুক্ষণ পরে ব্যাথা শুরু হয়ে যায় সে ক্ষেত্রে রুট ক্যানেল করা খুবই গুরুত্বপূর্ণ। এই সকল ক্ষেত্রে দাঁতের ব্যথা কমানোর জন্য একমাত্র কার্যকর উপায় হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট।

দাঁতে গর্ত বা ডেন্টাল ক্যারিজ হওয়ার কারণ?

দাঁতের বিভিন্ন কারণে দাঁতে ক্যারিজ হতে পারে তার মধ্যে প্রধান কারণগুলো হলো দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে, সংক্রমণ হয়। দাঁতে ব্যথা করে ও শিরশির অনুভূতি শুরু হয়। শিশুদের এই গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে। এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অন্তত ছয় মাস পর পর একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চেকআপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার দাঁতে কোনো রকম কোনো সমস্যা আছে কি না যদি থাকে সে ক্ষেত্রে সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন।

এছাড়াও তাতো মুখের অন্যান্য সমস্যার কারণে ব্যথা হতে পারে সে ক্ষেত্রে আমাদের অন্যান্য ব্লগ পোস্ট গুলো দেখতে পারেন সেখানে ভালো করে বলা হয়েছে অন্যান্য সব ব্যথার ক্ষেত্রে কি করবেন।

দাঁতের মাড়ির ব্যাথায় হলে কি করবেন?

দাঁত ও মুখের চিকিৎসা বিষয়ক যে কোন তথ্য জানতে কল করুন 01650198767

তথ্যসূত্র : এমআই ডেন্টাল কেয়ার
ফেসবুক: Mi Dental Care

মোবাইল: 01650198767

ওয়েবসাইটে: midentalcare




Post a Comment

Previous Post Next Post