অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন দাঁতের ক্যাপ খুলে গেলে করণীয় সম্পর্কে দাঁতের ক্যাপ যদি ভুলে যায় সে ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব।


দাঁতের ক্যাপ খুলে গেলে করণীয়?

দাঁতের ক্যাপ খুলে গেলে আমাদের প্রথম করণীয় হচ্ছে সেই দাঁতের ক্যাপ কে সংগ্রহ করা এবং পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়ে খুলে যাওয়া ক্যাপ লাগিয়ে নিতে হয় আবার মাঝে মাঝে খুলে যাওয়া দাঁতের ক্যাপ পুনরায় নতুন করে তৈরি করার প্রয়োজন হতে পারে।

দাঁতের ক্যাপ কেন খুলে যায়?

দাঁতে ক্যাপ বিভিন্ন কারণে খুলে যেতে পারে তার মধ্যে কিছু কিছু কারণে দেখা যায় দাঁতের ক্যাপ খুলে যেতে পারে তার মধ্যে প্রথম কারণ হলো যে ম্যাটারিয়াল দিয়ে দাঁতের ক্যাপ লাগানো হয় সেই ম্যাটারিয়াল যদি ভালো না হয় সে ক্ষেত্রে ক্যাপ খুলে যেতে পারে। এছাড়া যদি এমন কোন দাঁতে ক্যাপ লাগানো হয় যেমন যেই দাঁত খুবই দুর্বল ভেঙে যেতে পারে খুব সহজেই এমন দাঁতে ক্যাপ করলে পরবর্তীতে দাঁতসহ ক্যাপ পড়ে যেতে পারে।

দাঁতে ক্যাপ না করলেই কি ধরনের অসুবিধা হতে পারে?

সাধারণত ডাক্তাররা দাঁতের রুট ক্যানেল করার পরবর্তীতে দাঁতে ক্যাপ করার পরামর্শ দিয়ে থাকে রুট ক্যানেল করার পর দাঁত কিছুটা দুর্বল হয়ে পড়ে বা টাটকা হয় পরে দাঁতের স্থায়িত্ব বৃদ্ধি করতে বা দাঁত দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ক্যাপ করা হয় দাঁতে ক্যাপ করলে অনেক বছর পর্যন্ত দাঁত টিকে থাকতে পারে। তাই রুট ক্যানেল করার পরে দাঁতে ক্যাপ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে কল করুন Whatsapp 01650198767

তথ্যসূত্র : এম,আই ডেন্টাল কেয়ার
ফেসবুক: Mi Dental Care

Post a Comment

Previous Post Next Post