দাঁতের বিভিন্ন কারণে ব্যথা হতে পারে আজকে আমরা জানবো দাঁতে ব্যথা হলে আমাদের করনীয় তো চলুন জেনে নেওয়া যাক তাতে ব্যথা হলে আমরা কি করতে পারি। প্রথমেই আমাদেরকে জানতে হবে দাঁতে ব্যথা হওয়ার কারণ দাঁতে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে পালপাইটিস বা পালপ নষ্ট হয়ে যাওয়া। দাঁতের পালপ বলতে আমরা বুঝি দাঁতের ভিতরে থাকা মজ্জা কে যে মজ্জা ক্ষতিগ্রস্ত হলে তাতে প্রচুর যন্ত্রণা সৃষ্টি হয়। দাঁতের এই যন্ত্রণা এতটাই তীব্র হতে পারে যে আপনার সারাদিন কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার ঘুম বন্ধ হয়ে যেতে পারে। দাঁতের যন্ত্রণার তারাই বেশি বুঝতে পারে যাদের বিগত দিনে একবার হলেও দাঁতে ব্যথা হয়েছে।


সাধারণত দাঁতে তীব্র ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত তবে যদি ব্যথার পরিমাণ কম থাকে সে ক্ষেত্রে আপনি চাইলে সাধারণ কিছু ওষুধ খাওয়ার মাধ্যমে দাঁতের ব্যথা কমাতে পারেন। সাধারণত দাঁতের ব্যথায় প্যারাসিটামল ও ইটোরিকক্সিব খাওয়া হয়। ব্যথার পরিমাণ কম হলে প্যারাসিটামল খেতে পারেন ব্যথার পরিমাণ বেশি হলে ইটোরিকক্সিব খেতে পারেন।

ওষুধ গুলোর নাম শুধু আপনাদের জানানোর জন্য দেওয়া হয়েছে আপনারা ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে নিবেন।

আক্কেল দাঁতের ব্যথা হলে করণীয়?


কিছু কিছু সময় যখন আক্কেল দাঁত ওঠে অনেকেই টের পায় না যে তার আক্কেল দাঁত উঠছে আবার কিছু কিছু ক্ষেত্রে আক্কেল দাঁতের যন্ত্রণা এতটা পরিমাণ হয়ে থাকে মানুষ ব্যাথা সহ্য করতে পারেনা।কিন্তু কথা হচ্ছে আক্কেল দাঁতে আসলে কেন ব্যথা হয় আক্কেল দাঁতে ব্যথা হওয়ার কারণ কি আক্কেল দাঁত সাধারণত যখন ইম্প্যাক্টেঢ অবস্থায় থাকে তখন আক্কেল দাঁতে প্রচুর পরিমাণ ব্যথার সৃষ্টি হয়। দয়া করে আপনারা ছবিটির দিকে লক্ষ্য করুন। 



সাধারণত আক্কেল দাঁত ইম্প্যাক্টেঢ অবস্থায় থাকলে সে ক্ষেত্রে দাঁত তুলে ফেলায় সবচেয়ে ভালো। এই ক্ষেত্রে সাধারণত দাঁত তুলে ফেললে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

দাঁতে ব্যথা হলে করণীয়?

দাঁত ব্যথা হলে আমাদের প্রথম করণীয় হচ্ছে দাঁতে কেন ব্যথা হচ্ছে সেই ব্যাপারটাকে জানা যদি দাঁত পালপাইটিস হয়ে থাকে দাঁতের পালপ নষ্ট হয়ে থাকে সে ক্ষেত্রে দাঁতের রুট ক্যানেল করার মাধ্যমে দাঁতের ব্যথার সম্পূর্ণ মুক্ত করা সম্ভব। তাই দাঁতে ব্যথা হলে অবশ্যই আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দাঁতের ব্যথা কমানোর জন্য।

চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে কল করুন 01650198767
তথ্যসূত্র : এমআই ডেন্টাল কেয়ার
ফেসবুক: Mi Dental Care

মুখের ভিতর ঘা হলে করণীয় ?

Post a Comment

Previous Post Next Post