লাইট কিউর কম্পোজিট ফিলিং এর খরচ? আজকে আমরা কথা বলবো লাইট কিউর ফিলিং করতে কত টাকা খরচ হয় এবং এটি কত বছর পর্যন্ত স্থায়ী। লাইট কিউর কম্পোজিট ফিলিং সাধারণত বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করা হয়। এবং বাংলাদেশেরও কিছু কিছু কোম্পানি এই লাইট কিউর ফিলিং তৈরি করে থাকে। তবে বিদেশি কোম্পানির তৈরিকৃত লাইট কিউর ফিলিং তুলনামূলক বেশি দামের হয়ে থাকে। এরমধ্যে জাপান কোরিয়া ও আমেরিকার লাইট কিউর ফিলিং গুলো অত্যন্ত দামী হয়ে থাকে।


লাইট কিউর ফিলিং এর খরচ ?

একটি দাঁতের লাইট কিউর ফিলিং করার খরচ প্রতি দাঁতের জন্য ৫০০ টাকা থেকে প্রায় ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। লাইট কিউর ফিলিং এর মানের উপর ভিত্তি করে এই ফিলিং এর খরচ নির্ণয় করা হয়ে থাকে আপনি যদি ভালো কোম্পানির ফিলিং করে থাকেন সেক্ষেত্রে আপনার একটু বেশি খরচ হবে আর নরমাল কোম্পানির ফিলিং করলে খরচ কম হবে।

লাইট কিউর ফিলিং কত বছর পর্যন্ত স্থায়ী হয়?

আপনি যদি অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে লাইট কিউর ফিলিং করে থাকেন সেক্ষেত্রে আপনার ফিলিংস প্রায় ১০ ও ১৫ এমনকি ২০ বছর পর্যন্ত দাঁতে টিকে থাকতে পারে। লাইট কিউর ফিলিং করার কিছু প্রসেস আছে যেগুলো মেইনটেইন করে ফিলিং করলে অনেক বছর পর্যন্ত দাঁতের ফিলিং স্থায়ী হতে পারে তাই অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে লাইট কিউর ফিলিং করাতে হবে ।

কখন দাঁতে লাইট কিউর ফিলিং করা হয়?

দাঁতের চিকিৎসায় বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে এই লাইট কিউর ফিলিং সাধারণত দাঁতের গর্ত ভরাট করার জন্যে এই ফিলিং ব্যবহার করা হয়। এছাড়াও আরও অনেক চিকিৎসায় ব্যবহার করা হয় এই লাইট কিউর ফিলিং।

কোথায় লাইট কিউর ফিলিং করা হয়?

দাঁত ভালো রাখার ক্ষেত্রে দাঁতের গর্ত ভরাট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলিং করা সে ক্ষেত্রে অবশ্যই ভালো মানের ফিলিং করানো উচিত বর্তমান সময়ে অনেক ডেন্টাল কেয়ারে লাইট কিউর ফিলিং করে থাকে এছাড়াও আপনি চাইলে আমাদের ডেন্টাল কেয়ার এ ভিজিট করে দাঁতের ফিলিং করিয়ে নিতে পারেন খুবই কম খরচে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া হল।

তথ্যসূত্র : এম,আই ডেন্টাল কেয়ার
মোবাইল: 01650198767
ফেসবুক: Mi Dental Care

ফাঁকা দাঁতের চিকিৎসা ও খরচ? বিস্তারিত

Post a Comment

Previous Post Next Post