দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ ও প্রতিকার?
মাড়ি থেকে রক্ত পড়া খুব একটি স্বাভাবিক রোগ হয়ে দাঁড়িয়েছে এক সমীক্ষায় দেখা গেছে শতকরা ৮০ ভাগ মানুষ এই রোগে কোন না কোন সময় আক্রান্ত হয়েছেন।দাঁত ব্রাশ করার পর যদি দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় তাহলে ধরে নিতে হবে আপনার জিনজিভাইটিস হয়েছে সাধারণত প্রথম পর্যায়ে এই চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব কিন্তু চিকিৎসকের কাছে না গেলে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে তাই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ গুলো কি কি?
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার প্রধান কারণ হচ্ছে নিয়মিত ব্রাশ না করা নিয়মিত ব্রাশ না করলে দাঁতের ওপর এক ধরনের আঠালো পদার্থ জমে থাকে যেটাকে আমরা প্লাক বলে থাকি সেই প্লাক ২৪ ঘন্টা পর শক্ত হয়ে যায় এবং সেটা ডেন্টাল ক্যালকুলাসের পরিণত হয় যার কারণে মূলত দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় এবং মুখ থেকে প্রচুর গন্ধ আসে তাই নিয়মিত ব্রাশ করুন।
ক্যালকুলাস গুলো সাধারনত আমাদের দাঁতের মাঝখানে অবস্থান করে সে ক্ষেত্রে দেখা যায় যখন আপনি ব্রাশ করবেন তখন সেই শক্ত ক্যালকুলাস গুলো দাঁতের নরম চামড়ার সাথে ঘষা খায় তখন দাঁত থেকে রক্ত বের হয় এবং মাড়িতে এক ধরনের প্রদাহ সৃষ্টি করে তাই দ্রুত ক্যালকুলাস দূর করার চিকিৎসা গ্রহণ করলে আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে।
যদি ক্রমশ ডেন্টাল ক্যালকুলাসের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তখন একটা সময় দেখা যায় তাতে পেরিওডেন্টাল ডিজিজ শুরু হয়ে যায় মানে দাঁতের গোড়ায় মাড়ি সেটা উপরের দিকে উঠে যায় এবং দাঁতের গোড়া বড় হয়ে যায় তার কিছুদিন পরে নড়বড়ে হয়ে যায় দাঁত থেকে প্রচুর গন্ধ আসে এবং দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়
দাঁতের গোড়া থেকে রক্ত পড়া রোগের চিকিৎসা?
এই রোগ ঘরে বসেই ভালো করা সম্ভব তবে আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম প্রতিদিন অন্তত দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে সকালে খাবার পরে এবং রাতে খাবার পরে। দাঁত ভালো রাখতে হলে অবশ্যই ভালো মানের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে আপনি যদি নরমাল অথবা কোন নকল টুথপেস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনাকে অবশ্যই ভাল কোয়ালিটির টুথপেস্ট ব্যবহার করতে হবে। যদি আপনি এই সকল ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার পরে দেখেন আপনি সুস্থ হচ্ছে না তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
যেকোনো খাবার খাওয়ার পর মুখ ভালো করে কুলিকুচি করে নিন যাতে খাবারগুলো দাঁতের সঙ্গে লেগে না থাকে।
দাঁতের মাঝখানে আটকে থাকা খাবারের অংশগুলো যদি কুলিকুচি করার মাধ্যমে না পরিষ্কার হয় তাহলে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন এছাড়াও ডেন্টাল ফ্লস ব্যবহার করলে দাঁতের মাঝখানে অনেক সময় অনেক দাঁতের গর্ত ক্যরিজ হওয়া থেকে রক্ষা করা সম্ভব তাই ফ্লস ব্যবহার করা উচিত।
উপরোক্ত আলোচনায় যেসব বিষয় উল্লেখ করা হচ্ছে মূলত সেই সব কারণে দাঁতের রক্ত পড়া রোগটি বেশি হয়ে থাকে তাই আপনি যদি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে অবশ্যই রোগ শুরুর দিকে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে কল করুন Whatsapp 01650198767
তথ্যসূত্র : এম,আই ডেন্টাল কেয়ার
ফেসবুক: Mi Dental Care
Post a Comment