দাড়ি গজানোর ঔষধ এর নাম?
অনেক ছেলেপেলে আছে যারা মুখের দাড়ি গজানোর জন্য পাগল হয়ে গিয়েছে এবং তাদের দাড়ি লাগবেই তাই আমি তাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে বলবো কোন ওষুধ ব্যবহার করলে মুখের দাড়ি খুব দ্রুত গজায়।
দেখুন মুখের দাড়ি গজানোর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ হরমোনাল যখন আপনার দাড়ি গজানোর বয়স হবে তখন আপনার দাড়ি এমনিতেই গজাবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হরমোনের তারতম্য সে ক্ষেত্রে দেরী হতে পারে আবার খুব দ্রুত দাড়ি গজাতে পারে। তবে কিছু হরমোনাল সমস্যার কারণে অনেক সময় দেখা যায় দাড়ি গজাতে অনেক দেরি হয়ে যায় এবং অনেক ছেলেরা এর জন্য অস্থির হয়ে ওঠে যে তার দাড়ি কেন গজাচ্ছে না।
অনেকের দেখা যাচ্ছে বয়স ২৫ ও ৩০ এমনকি ৩৫ বছর হয়ে যাচ্ছে তার পরও মুখে দাড়ি গজাচ্ছে না এটা অবশ্যই একটি সমস্যা এই সকল সমস্যা পেতে আপনি একটি ওষুধ ব্যবহার করতে পারেন চলুন জেনে নেয়া যাক কি ওষুধ ব্যবহার করলে মুখের দাড়ি খুব দ্রুত গজায়।
মুখে দাড়ি গজানোর ওষুধের নাম?
মিনোক্সিডিল (Minoxidil) নামে এক ধরনের স্প্রে আছে যেগুলো সাধারণত চুল ও দাড়ি গজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেকে টাক মাথায় চুল গজানোর ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করে থাকে। চুল গজানোর জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকর অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ওষুধটি চুল গজানো ও দাড়ি গজানোর ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
চুল গজানোর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া?
চুল গজানোর এই মিনোক্সিডিল (Minoxidil) ব্যবহার করলে যে সকল সাইডএফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো ত্বকের লালত্ব ভাব, মাথা ব্যাথা, মুখ হাত এবং পিঠে চুল বৃদ্ধি, ইত্যাদি।
মিনোক্সিডিল (Minoxidil) ব্যবহারের নিয়ম?
এই (Minoxidil) ওষুধটির সাধারণত ৬ মাস ব্যবহার করতে হয় এবং একটি নির্দিষ্ট অংশে ব্যবহার করতে হয় আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই (Minoxidil) ওষুধটির ব্যবহার করার চেষ্টা করবেন অথবা অভিজ্ঞ কারো কাছ থেকে এই ওষুধের সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন যারা এই ওষুধ সম্পর্কে আপনাকে একটি সম্পূর্ণ গাইড লাইন দিতে পারবে। মনে রাখবেন চুল ও দাড়ি গজানোর স্প্রে টি ১৮ বছর বয়সের উপরের মানুষের ব্যবহার করা উচিত । যেখানে চুল নেই অথবা দাড়ি নেই সেই জায়গায় ড্রপার দিয়ে ১ মিলি করে অথবা ৮ থেকে ১০টি স্প্রে দিয়ে দিনে দুইবার প্রয়োগ করতে হবে।
আপনি যদি চুল গজানোর ক্ষেত্রে মিনোক্সিডিল (Minoxidil) ব্যবহার করতে চান তাহলে প্রথমে মাথাটা ধোয়ার পরে ভালো করে শুকিয়ে নেবেন এবং পরবর্তীতে সেখানে এর মাধ্যমে লাগিয়ে দেবেন। প্রথমে নাক মুখ ভালো করে ধুয়ে নেবেন এবং জায়গাটা শুকিয়ে নেবেন শুকানোর পরবর্তীতে সেই জায়গায় আপনি মিনোক্সিডিল (Minoxidil) স্প্রে করবেন অথবা ড্রপ দিয়ে ব্যবহার করবেন।
( Minoxidil in Bangla )
ভালো উন্নত মানের মিনোক্সিডিল কিনতে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। বিক্রেতার ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে: ক্লিক করুন
Post a Comment