অত্যাধিক চিন্তা-ভাবণা, অতিরিক্ত দৈহিক বা মানসিক পরিশ্রম, অধিক চা, কফি, মদ্যপান গুরুপাক দ্রব্য ভোজন, শোক, তাপ, মানসিক গোলযোগ ইত্যাদি কারন হেতু ও বৃদ্ধ বয়সে এই রোগ অধিক হয়।
চিকিৎসা
কফিয়া(Coffea) :অনুভুতি প্রবন, মতলব বাজ, হঠাৎ মানসিক উত্তেজনা, শীত কাতর এই ধাতুর রোগীদের ইহা উপকারী। রোগী আসিয়া বলিল, ডাক্তার সাহেব,আমাকে ঘুমের ওষুধ দিন সারা রাত্র বিছানায় এপাশ ওপাশ করি। মনে মনে নানা রুপ কল্পনা জাগে ঘুম আনে না। যদি সামান্য ঘুম আসে আবার জাগিয়া উঠি। নানা বিষয় চিন্তা করিতে করিতে সমস্ত রাত্রি জাগিয়া থাকি। তখন আপনি তাহাকে কফিয়া 200 শক্তি সন্ধা ও রাত্রে কিছু দিন সেবন করিতে দিবেন নিদ্রা হবে ।
ইগ্নেশিয়া (Ignatia) : রোগী অতিশয় নির্জনতা প্রিয় মেজাজ খুবই রুক্ষ শীত কাতর আপনি যদি জানিতে পারেন কোন প্রকার শোক বা দুঃখ অন্তরে চাপিয়া রাখিয়া একাকী থাকিয়া দুঃখ ভোগ করে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অথবা যদি শোনেন কোন প্রেমিক বা প্রেমিকা প্রেমে ব্যর্থ হইয়া অনিদ্রায় ভোগে তবে তাহাকে ইগ্নেশিয়া দিবেন। অব্যর্থ ফল পাইবেন। ভয় জনিত অনিদ্রায় ও ইগ্নেশিয়া উৎকৃষ্ট।
ক্যালকেরিয়া (Calcarea Carb) : মোটা থল থলে মেদ পূর্ণ রোগী ঘুমের ঔষুধের জন্য আপনার নিকট হাজির। জিজ্ঞাসায় জানিতে পারিলেন রোগীর মাথা ঘামে, টক গন্ধ যুক্ত ঘামে বালিশ ভিজিয়া যায়। ঠান্ডা লাগার প্রবনতা, ডিম খাইবার অত্যন্ত ইচ্ছা, শীত কাতর সমস্ত রাত্র জাগিয়া থাকে ঘুম হয় না, যদিও ঘুম হয় সামান্য শব্দেই জাগিয়া উঠে। চক্ষু মুদিত করিয়া ঘুমের ভান করিলেই নানা প্রকার কাল্পনিক স্বপ্ন দেখে। তখন তাহাকে ক্যালকেরিয়া কার্ব দিবেন নিদ্রা হইবে ।
হায়োসিয়ামস (Hyoseyamus) : খিট খিটে স্বভাব, শীত কাতর, শিশুর মা আসিয়া বলিলেন আমার ছেলেকে ঘুমের ঔষধ দিন। কোন প্রকারেই ঘুম পারাইতে পানি না। যদি একটু ঘুমায় তখনই হাত পা কাঁপিয়া জাগিয়া উঠে। সমস্ত রাত্রি ছটফট করে। কোন সে ঘুমায় না তাহার কারন বুঝিতে পারিনা। শিশুটিকে হায়োসিয়ামস দিবেন উপকার হইবে ।
ক্যামোমিলা (Chamomilla) : বদ মেজাজী, খিট খিটে স্বভাব, অত্যন্ত রাগী সামান্য কিছুতেই ঝগড়া লাগিয়া বসে, কথায় কথায় রাগিয়া উঠে, প্রতিবাদ সহ্য হয় না। এই ধাতুর রোগীদের অনিদ্রায় ইহা উৎকৃষ্ট ঔষধ। শিশু কেবল কোলে থাকিতে চায়। কাঁদে কোন জিনিস হাতে দিনে ছুড়িয়া ফেলিয়া দেয়। মনে হয় যেন রাগিয়াই আছে। নিজেও ঘুমায়না অন্যকে ঘুমাইতে দেয়না। ইহাতে ক্যামোমিলা অব্যর্থ ।
চায়না (China) : হতাশা, বিমর্ষ, উৎসাহ শূন্য, উদাসীন ব্যাক্তিদের অতিরিক্ত রক্ত, বীর্ষ বা শরীরের তরল পদার্থের ক্ষয় জনিত দুর্বল রোগীদের অনিদ্রায় চায়না মহা উপকারী ঔষধ ।
প্যাসিফ্লোরা (Passiflora) : শিশু, যুবক, বৃদ্ধ যে কোন বয়সের রোগীই হোক, অনিদ্রায় কোন কারন খুঁজিয়া না পাওয়া যায় বা অন্যান্য ঔষধ প্রয়োগ করিয়া ব্যর্থ হইলে ইহাতে উপকার হইবে।
এভেনা স্যাট (Avena Sat) : অতিরিক্ত মানসিক পরিশ্রম জনিত কারনে যাহারা অনিদ্রায় ভোগে কিংবা হস্তমৈথুন, স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস বা অস্বাভাবিক বীর্যক্ষয় করিয়া নিদ্রাহীনতা দেখা দেয় এভেনা তাহাদের পরম বন্ধু।
রাউলফিয়া (Rauwolfia) : চিন্তা ভাবনা অথবা মানসিক উত্তেজনা হেতু কিংবা অন্য কোন কারনে অনিদ্রায় কষ্ট পাইতে থকিলে ইহা উপকারী।
ককুলাস ইন্ডিকা (Cocculus Indica) : কাহারো কোন কারনে অনেক দিন পযর্ন্ত রাত্রি জাগিয়া থাকিবার ফলে অনিদ্রা রোগ দেখা দিলে ককুলাস উপকারী।
বাইওকেমিক চিকিৎসাঃ
ক্যালি ফস (Kali Phos) : স্মৃতি শক্তি খর্বতাদের অনিদ্রা রোগে এই ঔষধ উত্তম কার্যকারী। অত্যাধিক লেখ-পড়া করিয়া, দিবা-রাত্রি নানান কাজে ব্যস্ত থাকিয়া, শোক-দুঃখ বা কোন প্রকার ভয় পাওয়ার কারনে মানসিক অশান্তি জনিত অনিদ্রাতে এই ঔষুধ বিফলে যায় না। শিশু ঘুমায় না, সময় কিছু ঘুমাইলে ভয় পাইয়া কাঁদিয়া উঠে।
ফেরাম ফস (Ferrum Phos) : অত্যধিক ঘুমের জন্য ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় ব্যঘাত ঘটিলে ফেরাম ফস সেবনে ঘুম দূর হইবে ।
Post a Comment