মুখের ব্রণ দূর করার উপায় ও কিছু কার্যকর ওষুধের নাম যেসব ওষুধ ব্যবহার করলে সম্পূর্ণরূপে ভালো হয়।যেসব ওষুধ আপনারা আপনাদের জন্য ব্যবহার করতে পারেন এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করতে পারেন। চলুন জেনে নেই ব্রন এর ওষুধের নাম
যৌবনে মুখে লাল লাল ব্রণে ভরে যায়- Cal Phos 30.
মাথা ধরাসহ বয়ব্রণে - Acid Pic.
বালিকাদের বয়ব্রণে প্রথমে Thuja পরে- Baci শেষে Cal Phos প্রদেয়।
শান্ত স্বভাবী ও অভিমানী রমণীদের ব্রণে- Puls.
বালকদের বয়ন্ত্রণে - Cal Pic.
যৌবনে মুখ ও ঘাড়ের ব্রণ হতে সাদা ভাতের মতো বের হয়- Amica Mont / Kali Mur 6x.
রক্তিম বয়ব্রণে- Radium Bromide 200 ১৫ দিন অন্তর সেব্য।
ব্রণ হতে চালের মতো বের হয়- Thuja.
মুখের অসংখ্য ব্রণ হতে ভাতের মতো বের হয়- Cubeba / KM 6x.
ব্রণে ব্যথাসহ সাদা ভাত বের হয় পরে কালো দাগ পড়ে Arnica Mont / K.M 6x.
ব্রণ টিপলে শক্ত গোটা বের হয় - Staphy.
মুখমণ্ডলে ব্রণে ভরা, চোখের নীচে কালিমা, খুব লজ্জাটে Staphy.
ব্রণে পুঁজ হলে Cal Sulph 12x.
ব্রণ লাল ও ব্যথাযুক্ত হলে- Sulphur.
গাল ও কপালে লাল ব্রণে- Ledum Pal.
ব্রণে পুঁজ জন্মে না, অতিশয় জ্বালা- Abroma Augusta
ব্রণে গর্ত হয়ে গেলে- Variolinum.
বহুমূত্র রোগীদের ব্রণে- Abroma Augusta.
কসমেটিক ব্যবহারে ব্রণ হয় Bovista.
অতিরিক্ত ইন্দ্রিয় চালনায় ব্রণ হয়- Acid Pic.
অতিরিক্ত হস্তমৈথুনে - Acid Phos / Kali Brome
ধাতু বা প্রদর নির্গতকারীদের ব্রণে Cal Phos 6x.
মুখে, ঘাড়ে কপালে ব্রণে - Kali Mur.
যুবতীদের মুখের ব্রণ টিপলে ভাতের মতো বের হয় - Kali Brome 30 দু'বার।
বয় ব্রণসহ ভীষণ কোষ্ঠবদ্ধতা - N Mur
রজস্রাবের পর ব্রণ হয়— Kreosote
ব্রণে জ্বালা যন্ত্রণা থাকলে - Tarentula Cubensis 30 প্রত্যহ দু'মাত্রা ও Hypericum Q 1:25 অনুপাতে লোশন তৈরি করে বাহ্যিক ব্যবহার্য ( ডরোথি সেফার্ড)।
ব্রণ দলে দলে বের হয়ে শক্ত হয়ে থেকে যায়- Silicea.
ব্রণ সূঁচালো ব্যথাযুক্ত Tarentula Cubensis.
মাসিকের আগে মুখে ব্রণ হলে - Puls
মনে রাখবেন এগুলো সব হোমিওপ্যাথি ওষুধ
Post a Comment