রোগী বিবরন : বিভিন্ন প্রকারে আঘাত লাগিতে পারে। হোচট লাগিয়া পরিয়া যাইয়া কিল মুসি বা লাঠিয়া আঘাত ঢিলার আঘাত কোন প্রকার চাপ লাগা হোচট লাগা থেতলে লাগা হোচট যাওয়া। আরো নানাবিধ কারনে আঘাত লাগিতে পারে ।

ব্যাথার হোমিও ঔষধের নাম


চিকিৎসা

আর্নিকা মস্ট (Arneca Mont) : শরীরের যেকোন স্থানে যেকোন প্রকারেই আঘাত হউক না আর্নিকাই তাহার প্রধান ঔষধ। আঘাত আরোগ্য করিতে পারে।


সেবন বিধি: শক্তি 6 বা 30 তিন ঘন্টা অন্তর। পুরাতন আঘাতে 200 1m বা আরো উচ্চ শক্তি ।


হেলিবোরাস (Halleborus) : মাথায় আঘাত পাইয়া রোগী অজ্ঞান হইলে আর্নিকা সেবনে স্মপূর্ণ উপকার না হইলে হেলিবোরাস আরোগ্য করিতে পারে।


সেবন বিধি : শক্তি 6, 30 বা 200 এক দুই ঘন্টা অন্তর। বহু দিন পূর্বে মাথায় আঘাত লাগিয়া কোন রোগের উৎপত্তি হইলে হেলিবোরাস তা আরোগ্য তা করিতে পারে ।


ব্যাথার হোমিও ঔষধের নাম


লিডম পাল (Lidum Pal) : যদি দেখা যায় স্থানে আঘাতের কাল শিরা অর্থাৎ আঘাত স্থানে রক্তের কাল দাগ লাগিয়া থাকে। ইহাতে লিডম অব্যর্থ ।


সেবন বিধি : শক্তি 6, 30 বা 200 শক্তি প্রত্যহ দুই মাত্রা ।পুরাতন আঘাতে 1m বা 10m সকাল বিকাল দুই মাত্রা।প্রথমে আর্নিকা সেবনে ব্যথার স্মপূর্ণ উপশম না হইলে লিডমে তা উচ্চ শক্তি ।


ক্যালেন্ডুলা (Calendula) : শরীরের কোন স্থান কাটিয়া ফাটিয়া বা চিড়িয়া রক্ত পরিতে থাকিলে কালেন্ডুলা Q তুলায় করিয়া আহত স্থানে লাগাইয়া খুব শীঘ্র রক্ত পড়া বন্ধ হয় ।সেই সঙ্গে ইহার 6 বা 30 শক্তির ২/১ ঘন্টা অন্তর আরো শীঘ্র উপকার পায় ।


হাইপেরিকাম (Hypericum) : হাতে বা পায়ের আঙ্গুলে আঘাত লাগিয়া ছোচিয়া গেলে হাই পেরিকাম ফল দায়ক উপকারী ।আহত ক্ষত স্থানে বেদনা যন্ত্রনা হইয়া ধনুষ্টংকারের উপক্রয় হইলেও হাইপেরিকাম ফলদায়ক ।


সেবন বিধি : শক্তি 30 বা 200 দুই তিন ঘন্টা অন্তর সেবনে ও ইহার Q গরম জলে মিশাইয়া আঘাত স্থানে লাগাইলে শীঘ্র উপকার হয় ।


ব্যাথার হোমিও ঔষধের নাম


রাস টক্স (Rhus) :ভারী দ্রব্য উত্তেজনা বা নাড়াচাড়া করিয়া ঘাড়ে পিঠে কোমরে বা শরীরে ব্যথা হইলে বাস টক্স উপকারী ।


সেবন বিধি: শক্তি 6, 30 বা 200 তিন ঘন্টা অন্তর ।


বেলিস পিরেনিস (Bellis Perenis) : হাতের কজি পায়ের গোড়ালী বা শরীরের কোন সন্ধি মচকাইয়া বা থেতলাইয়া বেদনা যন্ত্রনা হইলে বেলিসে উপকার হয় ।


সেবন বিধি : শক্তি 3x বা 6 ২/৩ ঘন্টা অন্তর সেবন ইহার Q ও প্রয়োগের উপকার হয় ।শরীরের তোস স্থানে মাংস পুরাতন জনিত কারনে নতুন করিয়া ব্যথা হইলে ইহার Q বাহ্যিক ব্যবহারে উপকার হয় ।


রুটা (Ruta) ; হাতের কজি গোড়ালী বা জানু সন্ধি মচকাইয়া যাইবার ফলে মাঝে মাঝে ব্যথা হইলে এমন ব্যথা হইলে মিউর উপকারী ।


সেবন বিধি: শক্তি 200 দিনে দুই মাত্রা সেবন ও উহার Q বাহ্যিক ব্যবহার বিধেয় ।


এমন মিউর (Ammon Mur) : পায়ৈর গোড়ালী হাতের কজি বা শরীরের কোন সন্ধি বহু পূর্বে মচকাইয়া যাইবার ফলে মাঝে মাঝে ব্যথা হইলে এম মিউর উপকারী ।


সেবন বিধি: শক্তি 200 1m বা 10m সপ্তাহ পক্ষকাল বা মাসান্তে সকাল বিকাল দুই মাত্রা ।


সিস্ফাইটম (Symphytum): আঘাতের ফলে হাড় ভাঙ্গিয়া গেলে হাড় জোড়াতে সিস্ফাইটম উত্তম কাযকারী ঔষধ ।


সেবন বিধি: শক্তি 6 বা 30 দিনে তিন বার ।

বাইওকেমিক চিকিৎসা

ফেরাম ফস (Ferrum Phos) : সর্ব প্রকার আঘাতে ফেরাম ফস কাযকারী ।কোন স্থান কাটিয়া বা ফাটিয়া রক্ত স্রাব হইলে ইহার 2x বা 3x বিচুর্ণ আহত স্থানে ছড়াইয়া বাধিয়া দিলে রক্ত পড়া বন্ধ হয় ।


সেবন বিধি: শক্তি 6x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্তর ।


নেট্রাম ফস (Natrum Phos) : মস্তকে আঘাত লাগার উত্তম ঔষধ ।মস্তকে আঘাত লাগার পর কোন প্রকার দেখা দিলে নেট্রাম সালফে আরোগ্য হয় ।


সেবন বিধি : শক্তি 6x বা 12x পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।১-৪ বড়ি এক মাত্রা বয়ষ অনুপাতে দিনে দুই বার ।হোমিও প্যাথিক মতে 30, 200 বা আরো উচ্চ শক্তি ফলদায়ক ।


ক্যালকেরিয়া ফস (Calcarea Phos) : জীর্ণ শীর্ণ রোগীদের কোন প্রকার আঘাত লাগিয়া হাড় ভাঙ্গিয়া গেলে এবং সেই হাড় জোড়িতে বিলম্ব হইলে ক্যালকেরিয়া ফস অব্যর্ধ ।


সেবন বিধি : শক্তি 6x বা 12x ১-৪ বড়ি এক মাত্রা বয়ষ অনুপাতে প্রত্যহ দুইবার ।হোমিও মতে 30 বা 200 ও উপকারী ।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

আঘাত লাগার স্থানে খাতুন ২৫ বৎসর স্বম্বব তাড়া তাড়ি বরফ লাগাইবে ।বরফের অভাবে ঠান্ডা জল পট্রি দেওয়া যেতে পারে । সজেরে লাগিয়া হাড় ভাঙ্গিয়া গেলে সেই স্থানে চতুর দুই হাতে জোড়ে ধরিয়া ভাঙ্গা মুখ দুটি সোজা ভাবে একচিএ করিয়া এ ভাঙ্গা স্থানের চতুর পার্শে বাশের কিংবা পাতলা কাঠ বাধিয়া দিবেন এবং তুলা দিয়া শক্ত করিয়া বাধিয়া রাখিবে ।ভয় সর্বদা স্থানটি স্থির ভাবে রাখিবেন ।নড়াচড়া করিতে দিবেন না ।

Post a Comment

Previous Post Next Post