বিভিন্ন কারণে দাঁত হলুদ ও কালো হতে পারে যেমন চা-কফি পান সিগারেট ইত্যাদি খেলে দাঁত হলুদ ও কালো হয়ে যায়। এছাড়া যদি কেউ এটি নিয়মিত দাঁত ব্রাশ না করে সে ক্ষেত্রে দাঁত হলুদ হয়ে যায় এবং দাঁতের গোড়ায় এক ধরনের হলুদ আবরন সৃষ্টি হয়। যেটাকে ডেন্টাল ক্যালকুলাস বা পাথর বলা হয়। তাই আজকে আমরা জানবো কিভাবে দাঁত সাদা করা হয়।

দাঁত সাদা করার উপায়

আজকে আমরা আলোচনা করব দাঁত সাদা করার উপায়।

স্কেলিং এবং পলিশিং

বর্তমান সময়ে দাঁতের চিকিৎসক দাঁত সাদা করার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে উন্নত এবং আধুনিক চিকিৎসা হচ্ছে ডেন্টাল স্কেলিং এবং পলিশিং। দাঁতের স্কেলিং করার মাধ্যমে দাঁতের গোড়ায় থাকা পাথর এবং দাঁতে পড়ে থাকা দাগ সম্পূর্ণরূপে তুলে আনা সম্ভব। দাঁতে স্কেলিং করার পরে দাঁতে পলিসিং করে নিলে দাঁত চকচকে সাদা হয়ে যায় এবং পলিশ ও মসৃন হয়ে যায়

ব্লিচিং পদ্ধতি

অনেক মানুষ আছে যাদের দাঁত দুইবার তিনবার ব্রাশ করার পরও দেখা যাচ্ছে দাঁতগুলো হলুদ থাকে তাদের জন্য ব্লিচিং খুবই কার্যকর। কিছু মেডিসিনের সমন্বয়েই চিকিৎসাটি করা হয়। এবং 30 থেকে 40 মিনিট সময় তাদের উপরে একটি ইউভি লাইট প্রয়োগ করতে হয়। এই পদ্ধতিতে হলুদ দাঁত সাদা করা হয় খুব সহজে।

মুখের দুর্গন্ধ দূর করার উপায়?

হলুদ দাঁত সাদা করার উপায় সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল করুন 01650198767

তথ্যসূত্র: এমআই ডেন্টাল কেয়ার
ফেসবুক: Mi Dental Care
Website: Click here

হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে আমাদের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন।


Post a Comment

Previous Post Next Post