হার্টের বিভিন্ন সমস্যার ও রোগ বিবরন : নানা কারনে এই পীড়া হইয়া থাকে। অতিরিক্ত চা, কফি, মদ, ধূমপান অত্যন্ত মানসিক উত্তেজনা, ক্রুদ্ধ, ভয়, শোক, অতিরিক্ত পরিশ্রম,অজীর্ণ, রক্ত শূন্যতা প্রভূতি কারনে এই পীড়া হইতে পারে।
চিকিৎসা
অর্জুন (Arjun) : ইহা আমাদের বাংলাদেশী ঔষধ। নানা প্রকার হৃদরোগে ইহা ব্যবহার হইতেছে। হৃদস্পন্দন, হৃৎপিন্ডের বেদনা, বুক ধড়ফড় করা, দুর্বলতায় ইহা একটি উৎকৃষ্ট ঔষধ।
সেবন বিধি : শক্তি Q ৮/১০ ফোঁটা সামান্য জলসহ দিনে তিন চার বার।
ফ্যাসিওলাস (Phaseolus) : অত্যন্ত বুক ধড়ফড়, নাড়িরগতি দ্রুত, হৃৎপিন্ডের চারিধারে বেদনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হৃৎপিন্ডের রোগে ইহা উপকারী।
সেবন বিধি : শক্তি Q ৪/৫ ফোঁটা সামান্য জলের সহিত দিনে চার বার।
কনভ্যালেরিয়া (Convallaria) : হৃৎপিন্ডের নানা পীড়া, সামান্য পরিশ্রমে বুক ধঢ়ফড়ানি। ব্যায়াম কালীন অত্যন্ত বুক ধড়ফড় করে, ধুমপান জনিত কারনে বুক ধড়ফড়ানিতে এই ঔষধ উপকারী।
সেবন বিধি : শক্তি Q ৮/১০ ফোঁটা সামান্য জলের সহিত দিনে চার বার।
ক্র্যাটিগাস (Crataegus Ox) : হৃৎপিন্ডের পীড়ায় বহু প্রচলিত একটি শেষ্ঠ ঔষধ। নানা প্রকার হৃৎপিন্ডের পীড়া বুক ধড় ফড়ানিতে ইহার সমতুল্য ঔষধ খুব কমই আছে।
সেবন বিধি : শক্তি Q ৮/১০ ফোঁটা সামান্য জরে সহিত দিনে তিন চার বার।
ডিজিটেলিস (Digitalis) : হৃৎপিন্ডের দুর্বলতা, সামান্য নড়াচড়া করিলেই হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হইয়া যাইতে চায়। নাড়ি সবিয়াম। তৃতীয়, পঞ্চম বা সপ্তম নাড়ির স্পন্দন বিলুপ্ত। বুকে সুঁচ ফোটানো ব্যথা। বাম পার্শ্বে শুইতে অক্ষমতা। বুক ধড়ফড়ানি, শ্বাস কষ্ট।
সেবন বিধি : শক্তি Q ৩/৪ ফোঁটা সামান্য জলের সহিত প্রত্যহ তিন চার বার।
স্পাইজেলিয়া (Spegelia) : নতুন বা পুরাতন উভয় প্রকার হৃৎপিন্ডের পীড়ায় এই ঔষধ উপকারী। অত্যন্ত জোরে জোরে বুক ধড়ফড় করে। হৃৎপিন্ডের পীড়ায় এই দিকে চাপিয়া শুইলে বুক ধড়ফড়ানি বাড়ে।
সেবন বিধি : শক্তি Q ৩/৪ ফোঁট সামান্য জলের সহিত দিনে চার পাঁচ বার।
ক্যালেডিয়ম (Caladium) : ধুমপান জনিত কারনে বুক ধড়ফড়ানিতে ইহা অতি উৎকৃষ্ট ঔষধ। শুনিয়াছি এই ঔষধ কিছু অধিক দিন সেবন করিলে ধুমপানের আকাংখা দূর হয়।
সেবন বিধি : শক্তি Q ৩/৪ ফোঁটা সামান্য জলের সঙ্গে দিনে চার বার।
বাইওকেমিক চিকিৎসা
ক্যালকেরিয়া ফস (Calcerea Phos) : রক্ত শূন্য দুর্বল রোগীদের হৃৎপিন্ডের নানা প্রকার পীড়া। বুক ধড়ফড়ানি, হৃৎপিন্ডের বেদনা, শ্বাস কষ্ট ইত্যাদিতে ইহা উপযোগী।
সেবন বিধি : শক্তি 6x বা 12x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে তিন বার।
ক্যালি ফস (Kali Phos) : স্নায়ুবিক দুর্বল রোগীদের হৃৎস্পন্দন থামিয়া থামিয় হয়। অল্পতেই উত্তেজিত। সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে বুক ধড়ফড় করে, শ্বাস কষ্ট বৃদ্ধি পায়।
সেবন বিধি : শক্তি 6x বা 12x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে তিন বার।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
প্রত্যহ শীতল জলে স্নান, অল্প ব্যায়াম খোলমেলা স্থানে বেড়ান হিতকর, কোন প্রকার উত্তেজক দ্রব্যাদি আহার চা, কফি, তামাক, মদ, ঘৃত, ধুমপান, অধিখ মসলাযুক্ত খাদ্য নিষেধ। পুষ্টিকর খাদ্য সামগ্রি আহার করিবে। কোন প্রকার উত্তেজনায় কিংবা গোলমালে যাওয়া উচিৎ নয়। ক্রোদ্ধ হওয়া নিষিদ্ধ।
বিঃদ্রঃ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ওষুধ গ্রহণ করবেন না
Post a Comment