কিডনিতে পাথর খুব পরিচিত একটি রোগ। কিডনিতে পাথর হলে রোগব্যাধীও বাড়ে।। অনেকে আছেন যারা অপারেশন করতে চান না। তাদের জন্য আমাদের আজকের আয়োজন।

প্রাকৃতিক উপায়ে কিডনির পাথর অপসারণের উপায় জেনে নিন ?


১। কিডনিতে পাথর হলে নিয়মিত ১ মাস তরমুজ খান। তরমুজের জুস করেও পান করতে পারেন।


২। আমলকী শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর ২ বা ৩ টুকরো মূলোর উপর ছিটিয়ে সকালের নাস্তার সাথে খান।


৩। নিয়মিত ১মাস যবের বার্লি, যবের আটার রুটি খেতে পারেন উপকার পাবেন।


৪। প্রতিদিন ২বার ডাবের পানি পান করুন।


৫। ডায়াবেটিস না থাকলে আখ খেতে পারেন নিয়মিত। এতে ভালো ফলাফল পাবেন।


৬। সকালে ও রাতে খাবার পর এলাচ চাবান।


৭। এক কাপ মাষকলাই রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এই পানি ছেঁকে নিয়মিত ১মাস পান করুন।

প্রাকৃতিক উপায়ে কিডনির পাথর অপসারণের উপায় জেনে নিন ?

More News : uftab.com

Post a Comment

Previous Post Next Post