দাঁতের মাড়ি ফোলা ও দাঁত ব্যথা হওয়ার কারণ ?
দাঁতের মাড়ি ফোলা ও দাঁত ব্যথা হওয়ার কারণ ? |
দাঁতের গোড়ায় পাথর হয় কিংবা দাঁত অমুক অপরিষ্কার থাকার কারণে মাড়িতে ব্যথা বা প্রদাহ তৈরি হয়। এছাড়াও দাঁতের গঠন জনিত ত্রুটি দাঁতের অযত্ন আঘাত বেশি গরম বা শীতল খাদ্য খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া । এবং মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এই সংক্রমণজনিত দাঁতের গোড়ায় ব্যথা হয়ে থাকে । এবং অনেক সময় দেখা যায় যে দাঁতের মাড়ি ফুলে যায় এবং তাতে প্রচুর পরিমাণ ব্যথা তৈরি হতে পারে
দাঁতের মাড়ি ফোলার লক্ষণ গুলো কি কি ?
১. মাড়ি ফুলে যাবে লাল হবে ব্যথা হবে
২. মাড়িতে জীবাণু দ্বারা সৃষ্ট ক্ষত হতে রক্তপাত হতে পারে
৩. মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে
দাঁতের মাড়ি ফুলে যাওয়া ও ব্যথা হওয়ার চিকিৎসা পদ্ধতি
যদি এই সমস্যা মাত্রাতিরিক্ত হয়ে থাকে তাহলে একজন ভালো ডেন্টিস্টের কাছে যাবেন তারা আপনাকে নির্দেশনা দেবে সে কি করতে হবে
দাঁতের মাড়ি ফুলে যাওয়ার ঘরোয়া যে সকল পদ্ধতি ব্যবহার করতে পারেন তাতে আপনি কিছুটা হলেও এই সকল সমস্যা থেকে সমাধান পেতে পারেন
১. আদা প্রয়োজনমতো কাটলে রস নিকরে নিয়ে সামান্য লবণ মিশিয়ে তুলার সাথে মাটিতে লাগাতে হবে দুই থেকে তিনবার
২. হালকা সামান্য কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে হবে প্রতিদিন তিন থেকে চারবার দুই থেকে তিন দিন।
আশা করি আপনি যদি এই সকল ব্যাপারগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনার দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন
Post a Comment