দাঁতের গোড়া দিয়ে রক্ত পুঁজ পড়ার কারণ কি ? কি করলে দাঁতের গোড়া থেকে রক্ত পুঁজ পড়া বন্ধ করা যায়
দাঁতের গোড়া দিয়ে রক্ত পুঁজ পড়ার কারণ কি ? কি করলে দাঁতের গোড়া থেকে রক্ত পুঁজ পড়া বন্ধ করা যায় |
দাঁত ও মাড়িতে খাদ্যদ্রব্য জমা হলে উত্তমরূপে পরিষ্কার না করলে সেখানে জীবাণুর জন্ম ও দাঁতের গোড়ার উপরে পেরিঅস্টিয়াম মেমব্রেনের সংযোগস্থল নষ্ট হয় ফলে ওই স্থানে পচনশীল ও দুর্গন্ধযুক্ত দন্ত রোগ সৃষ্টি হয়। এভাবে কখনো কখনো দাঁতের গোড়া ফুলে ওঠে এবং কখনও কখনও পূ্জ দেখা যায় রোগীর দীর্ঘদিন থাকলে দাঁত নড়ে যায় এবং দাঁতে খুব ব্যথা হবে । এছাড়াও এই সকল দাতে যদি ঠাণ্ডা পানি লাগে তাহলে শিশির হবে ব্যথা করবে যে সকল মানুষ নিয়মিত মাত্রায় সুষম খাদ্য না খায় অপুষ্টিতে ভোগে তাদের মধ্যে এই সকল সমস্যা বেশি দেখা দেয় ।
দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া ও পুঁজ পড়ার কারণ
১. সাধারণত এক বা একাধিক মাটির সংযোগস্থলে ক্ষত তৈরি হয়
২. দাঁতের গোড়া ফুলে ওঠে এবং লাল হয়ে যায়
৩. খোলা স্থানে সামান্য একটু আঘাত লাগলে এবং চোষা দিলে রক্ত বের হয়ে যায়
৪. ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়
৫. মুখে প্রচুর দুর্গন্ধ তৈরি হয় এবং দাঁতগুলো নড়ে যায়
দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া ও পুঁজ পড়া বন্ধে করণীয়
আপনার যদি এই সকল সমস্যাগুলো একেবারে মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে একজন ভালো ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে।
যে সকল বিষয়গুলো মেনে চললে দাঁতের গোড়া থেকে রক্ত পড়া ও পুঁজ পড়া সমস্যা থেকে মুক্তি পাবেন
প্রতিদিন অন্তত দুইবার খাবারের পরে দাঁত ব্রাশ করবেন সকালে খাবারের পরে এবং রাতে খাবারের পরে অধিক মসলাযুক্ত খাবার মাংস মিষ্টি এগুলো একটু পরিহার করবেন। দাঁতের ভিতরে যদি কোন খাবার আটকে যায় সেই খাবারগুলো দ্রুত বের করে ফেলবেন।
এবং প্রতি 6 মাস পরপর একজন ডেন্টিস্টের কাছে যাবেন এবং আপনার দাঁতগুলো চেকআপ করাবেন যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনার দাঁত অনেক ভালো থাকবে
স্বাস্থ্য বিষয়ক যেকোন টিপস এবং ট্রিকস এর জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এবং লেখাগুলো শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে যাতে তারাও সচেতন হতে পারে এই ধরনের সমস্যা থেকে
Post a Comment