বমি বমি ভাব কেন হয় ? বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়ার উপায়


সাধারণত পেটের ভিতর হাতে খাদ্যদ্রব্য, পানি, অম্ল, পিত্ত, বা কোন কিছু মুখ দিয়ে বাহির হওয়া বমি কে বলে । তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেক রোগের একটি লক্ষণ মাত্র রোগ ছাড়াও অনেক কারণে বমি হতে পারে । মোটকথা এটা মস্তিষ্কের এমিটেক কেন্দ্রের ভমিটিং সেন্টারের উত্তেজনা ।


বমি বমি ভাব কেন হয় ? বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়ার উপায়

বমি বমি ভাব কেন হয় ? বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়ার উপায়



বমি বমি ভাব হওয়ার প্রধান কারণ গুলো কি কি


১ পাকস্থলীতে অতিরিক্ত অম্ল বা পিত্তরস জমা হলে

২ গর্বের প্রাথমিক অবস্থায়

৩ মোটরগাড়ি ট্রেন ভ্রমণ জনিত দুর্বলতার কারণে

৪ গুরুপাক খাদ্য খেয়ে পেট গরম বা বদহজম হলে এবং খাদ্যবস্তুর সাথে কোন বিষাক্ত কিছু খেলে

৫ ডায়রিয়া কলেরা টাইফয়েড বাপ প্যারা টাইফয়েড জ্বর হলে


৬ তীব্র মাথাব্যথা মস্তিষ্কে আঘাত মস্তিষ্কের টিউমার ও উচ্চ রক্তচাপ জনিত কারণে রক্ত জমাট বাঁধলে বমি বমি ভাব হতে পারে

৭ জীবাণু দ্বারা গঠিত তীব্র জ্বর হলে বমি বমি ভাব হতে পারে

৮ শরীরের জ্বালা উৎপন্নকারী কোন বিষাক্ত খাবার খেলে বমি বমি ভাব হতে পারে

৯ পরিপাকতন্ত্রের জটিলতা থাকলে অথবা মেনিনজাইটিস রোগ হলে


১০ অতিরিক্ত মাত্রায় তামাক মদ বা নেশা জাতীয় কোন খাবার খেলেই বমি বমি ভাব হতে পারে


১১ জন্ডিস কিংবা লিভারে কোনো অসুখ হলে এই বমি বমি ভাব হতে পারে অথবা বমি হতে পারে


১২ সংক্রামন ইউরিনারি ট্রাক ইনফেকশন ও হেপাটাইটিস হলে বমি বমি ভাব হতে পারে


১৩ সাধারণত অনেক ধরনের ওষুধ আছে যেসব ওষুধ খেলেও এই বমি বমি ভাব হতে পারে


১৪ এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে যেসব কারণে বমি বমি ভাব হতে পারে পরবর্তীতে অন্য কোন ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরও কি কারণে বমি বমি ভাব হতে পারে অথবা বমি হতে পারে সেই সকল পোস্ট দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন


বমি ভাব থেকে মুক্তি পাওয়ার উপায়


উপরোক্ত আলোচনায় আমরা জানতে পেরেছি বমি বমি ভাব হওয়ার কারণ গুলো আপনাদের যদি এই সকল সমস্যাগুলো বেশি থেকে থাকে অথবা গুরুতর মাত্রায় থেকে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন আশাকরি তাদের পরামর্শ নিলে আপনারা খুব ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন


নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন

Post a Comment

Previous Post Next Post