দাঁতের রুট ক্যানেল কাকে বলে ?
রুট হচ্ছে দাঁতের গোড়া আর কেন হচ্ছে সেই গোড়ার ভেতরে থাকা সরু খাল। এবং সেই ক্যানেল এর ভিতরে দন্তমজ্জা থাকে। যদি কোনো কারণে দাঁতের ভিতরে থাকা দন্তমজ্জা ক্ষতিগ্রস্ত হয় তখন তাতে প্রচুর পরিমাণ ব্যথার সৃষ্টি হয়। এবং এই ব্যথাকে চিরদিনের জন্য ভালো করতে এবং দাঁতকে অনেক বছর পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যে চিকিৎসা পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রুট ক্যানেল ।
রুট ক্যানেল কাকে বলে ? রুট ক্যানেল কেন করা হয় ? রুট ক্যানেল করলে কি ধরনের সুবিধা ও অসুবিধা হতে পারে ! |
কখন দাঁতের রুট ক্যানেল করতে হয় ?
দাঁত নষ্ট হওয়ার পূর্বে সামান্য গর্ত দেখা যায় দাঁতে যেটাকে ক্যারিজ বলা হয়ে থাকে । যদি দাঁতের সেই গর্ত বা ক্যারিজ এর চিকিৎসা সময়মতো না করা হয় এবং অনেকদিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায় তখন একপর্যায়ে দাঁতের মজ্জা বা পাল্প নষ্ট হয়ে যায় । তখন দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা তৈরি হয় এবং সেই ব্যথা মাথা ঘাড় এবং মুখমন্ডল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। যদি এরকম ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই দাঁত ভালো করার জন্য রুট ক্যানেল করা প্রয়োজন
কোন কোন দাঁতের রুট ক্যানেল করা হয় ?
সাধারণত আক্কেল দাঁত বাদে সকল দাঁতের রুট ক্যানেল করা হয়ে থাকে এবং প্রয়োজনে আক্কেল দাঁতে মাঝে মাঝে রুট ক্যানেল করে থাকে অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ।
বাচ্চাদের দাঁতের রুট ক্যানেল করা যায় ?
এক কথায় উত্তর না বাচ্চাদের দাঁতের রুট ক্যানেল করা যায় না তবে বাচ্চাদের দাঁতে যদি ব্যথা হয় সেই ব্যথা কমানোর অনেক চিকিৎসা পদ্ধতি বর্তমানে রয়েছে সেগুলো করার মাধ্যমে দাঁতের ব্যথা সারিয়ে তোলা সম্ভব ।
দাঁতের রুট ক্যানেল করার পর পরবর্তীতে কি ধরনের চিকিৎসা গ্রহণ করতে হয় ?
রুট ক্যানেল করার পরে দাঁতের ব্যথা মুক্ত হয়ে গেলেও দাঁতটা কিছুটা দুর্বল হয়ে যায় অথবা টাটকা হয়ে যায়। দাঁতের দুর্বল ও টাকা ভাব দূর করার জন্য দাঁতে সাধারণত ক্রাউন বা ক্যাপ করা হয়। ভালোভাবে রুট ক্যানেল করার পর যদি ক্রাউন বা ক্যাপ করা হয় তাতে এর স্থায়িত্বকাল অনেক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আর যদি রুট ক্যানেল করার পরে দাঁতে ক্যাপ না করা হয় তাহলে সেই দাঁত যেকোনো সময় ভেঙে যেতে পারে দুই বছর তিন বছর অথবা ৫-৫ বছরের ভিতর দাঁত পুরোপুরি ভেঙে যেতে পারে। তাই রুট ক্যানেল করার পরবর্তীতে অবশ্যই দাঁতে ক্যাপ করে নিতে হয়।
রুট ক্যানেল করা দাঁতের কিভাবে যত্ন নিতে হয় ?
স্বাভাবিক দাঁতের তুলনায় সামান্য একটু বেশি যত্ন নিলে রুট ক্যানেল করা দাঁতের জন্য অনেক ভাল হয়। যেমন নিয়মিত দাঁত ব্রাশ করা এবং দাঁতের ফ্লস ব্যবহার করা। এবং দাঁতের গোড়ায় কোন রকম খাবার আটকে আছে কিনা সেগুলো নিয়মিত খেয়াল করা এবং যদি কোন খাবার আটকে থাকে সেগুলো কে দ্রুত বের করে ফেলা। সকালে খাবার পর এবং রাতে খাবার পরে যদি নিয়মিত দুইবার ব্রাশ করেন তাহলে দাঁতের বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন হয় না এই দুইবার ব্রাশ করলে দাঁত অনেক ভালো থাকে।
কি করলে দাঁতের রুট ক্যানেল করার প্রয়োজন হবে না ?
সাধারণত দাঁতে যখন ছোট গর্ত তৈরি হয় বা ক্যারিজের তৈরি হয় তখন তখন সেই গর্ত বা ক্যারিজ কে ভরাট করে নিতে হয় ভালো মানের ডেন্টাল ফিলিং ম্যাটেরিয়াল দ্বারা। প্রথম পর্যায়ে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলেই আপনি আপনার দাঁত ভালো রাখতে পারবেন এবং আপনার দাঁত কে রুট ক্যানেল করা হাত থেকে রক্ষা করতে পারবেন। আপনি যদি প্রতিদিন নিয়ম করে সকালে খাবার পর এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করেন তাহলে আপনার দাঁত ক্যারিজের হাত থেকেও রক্ষা পাবে। আর দাঁতে ক্যারিজ না হলে দাঁত নষ্ট হওয়ার প্রশ্নই আসে না তাই নিয়মিত ব্রাশ করলে দাঁত অনেক ভালো থাকে।
কোন খাবারগুলো দাঁতের জন্য খুবই ক্ষতিকর ?
কোন খাবারে দাঁতের জন্য ক্ষতিকর নয় তবে আপনি যদি বিশেষ কিছু খাবার খাওয়ার পর যেমন মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পরে আপনার যদি নিয়মিত ব্রাশ না করেন তাহলে দেখা যায় এই খাবারগুলো আপনার দাঁতের জন্য ক্ষতি হতে পারে।
দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয় ?
সাধারণত রুট ক্যানেল এর খরচ এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে । জায়গা ও স্থানভেদে অথবা ডাক্তারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে দাঁতের রুট ক্যানেল এর চিকিৎসা ভিন্ন ভিন্ন হতে পারে। তবে আপনাকে একটা নরমাল ধারণা দেয়া যেতে পারে দাঁতের রুট ক্যানেল এর জন্য ২০০০ থাকে ২৫০০ অথবা ৩০০০ ও ৫০০০ টাকাও খরচ হতে পারে ।
দাঁতে ক্যাপ করার জন্য কত টাকা খরচ হয় ?
বাংলাদেশের বিভিন্ন ধরনের দাঁতের ক্যাপ পাওয়া যায়। আপনাদেরকে দাঁতের ক্যাপের খরচ এর একটি ধারণা দেওয়া হল । সাধারণত দাঁতের ক্যাপ দুই হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ।
Dr. Rakibul Islam
Oral and maxillofacial surgeon
নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস এবং ট্রিক্স পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন Click here
Post a Comment